আগের সব রেকর্ড ভেঙে দিল আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’

 

বিটিসি নিউজ ডেস্ক: অমিতাভ বচ্চন ও আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ সমালোচকদের মন জয় করতে না পারলেও সিনেমাপ্রেমীদের মন নিশ্চিতভাবে জয় করে নিয়েছে। মুক্তির প্রথম দিনেই ৫০ কোটি টাকা আয় করে এ বছরের  সেরা পাঁচ ওপেনিং ডে বিজনেস ফিল্মের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে ছবিটি।

এনডিটিভির খবর, ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইট করে জানিয়েছেন, ‘থাগস অব হিন্দুস্তান’ ৫০.৭৫ কোটি টাকার বেশি আয় করেছে এবং তামিল ও তেলেগু ১.৫০ কোটি। সব মিলিয়ে প্রথম দিনেই মোট ৫২.২৫ কোটি টাকা আয় করেছে ছবিটি।

প্রতিবেদনে বলা হয়, বিশাল অংকের এই আয়ের মধ্য দিয়ে “থাগস অব হিন্দুস্তান’ হিন্দি ছবির ক্ষেত্রে আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবং একদিনেই ৫০ কোটি টাকা আয় করেছে। কয়েকটি ক্ষেত্রে নতুন ‘বেঞ্চমার্ক’ তৈরি করেছে। বড় ছুটি (দিওয়ালি) + অত্যাধিক প্রচারণা + প্রচুর হলে মুক্তি এই রেকর্ড তৈরি করতে সাহায্য করেছে”, টুইট করেছেন মিস্টার আদর্শ।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমির খান ও অমিতাভ বচ্চন ছাড়াও ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ অভিনয় করেছেন। কিন্তু সমালোচকদের মন একেবারেই জয় করতে পারেনি ছবিটি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.