ঢাকাপ্রতিনিধি: নিজ বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয় গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার (০২ এপ্রিল) সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের টিম মহড়া পরিচালনা করে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতি সহ আগুন নেভানোর বিভিন্ন কায়দা ও সচেতনতার প্রশিক্ষণ ছিল দুই ঘণ্টার এই মহড়ায়।
প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.