আগামী 26 th জুলাই, দেশ জুড়ে প্রতিরক্ষা শিল্প শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে নবদ্বীপ শাখা

(আগামী 26 th জুলাই, দেশ জুড়ে প্রতিরক্ষা শিল্পে শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে –নবদ্বীপ শাখার)
নদীয়া (ভারত) প্রতিনিধি: দেশ জুড়ে শ্রমিকদের উপর জারি করা রাস্ট্রপতির নয়া নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সভা সংগঠিত হয়। সেই সব সভায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক নয়া কালা অর্ডিন্যান্স জারি করে শ্রমিকদের অধিকার হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হবার আহ্বান জানান। পাশাপাশি আগামী 26 শে জুলাই থেকে দেশ জুড়ে প্রতিরক্ষা শিল্পে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক শ্রমিক সংগঠন।
এই কর্মসূচী কে সমর্থন জানিয়ে আজ নবদ্বীপ শহরের রাধাবাজার মোড়ে এআইসিসিটিইউ’র পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয়। এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগ্রামী রেল হকার্স ইউনিয়নের নেতা তপন ভট্টাচার্য ।
এছাড়াও এই  সভায় উপস্থিত ছিলেন রেল হকার্স ইউনিয়নের সম্পাদক আনন্দ কুণ্ডু সহ সিপিআই এমএল নেতা ত্পাই সরকার পরিক্ষিৎ পাল ও অন্যান্ন্য কর্মী সমর্থক বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.