আগামী ৫ বছরের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবো, নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, শিক্ষাখাতের বিনিয়োগ অত্যন্ত নগন্য। বিনিয়োগ আরো বাড়াতে হবে।

সে সাথে মানসম্মত শিক্ষার উপর জোর দিয়ে বলেন, আমাদের সময় অবকাঠামোগত উন্নয়ন ছিলো না, ছিলেন মানসম্মত শিক্ষক। যাঁদের শিক্ষার উপর নির্ভর করে আমরা আজও কাজ করে যাচ্ছি। মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এর উপর ভিত্তি করে লক্ষ লক্ষ যেমন কর্মসংস্থান হয়েছে। বর্তমানে দেশে ৩০ লক্ষ মোবাইল এজেন্ট সৃষ্টি হয়েছে। এতে ৩০ লক্ষ পরিবার এখন উন্নয়নের ছোয়া পেয়েছে। অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে।

জিডিপির বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বের উন্নতদেশে পরিণত হওয়া সম্ভব। আমরা পাকিস্তানকে পেছনে ফেলে এসেছি এবং আগামী ৫ বছরের মধ্যে ভারতকেও ছাড়িয়ে যাবো। সম্ভাবনার পাশে কিছু পলিটিক্যাল ইকোনমিক বাধা আছে। এর দুটি সমাধান আছে। প্রথমত নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে। স্কোর কার্ড তৈরি করে সমাধান বা জবাবদিহিতা চাইতে পারবেন। দ্বিতীয়ত, জনগণের অভিযোগ দূর করার জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ রাখতে হবে। আপনাদের হয়তো মনে আছে, বাংলাদেশ ব্যাংকে একটি হটলাইন নম্বর ছিলো যেখানে প্রতি বছর ৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়তো। যার ৯০ শতাংশ সমাধান করা গেছে। একইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সেক্টরে হটলাইন থাকবে হবে। যেখানে অভিযোগ রেকর্ড থাকবে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার রাতে রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় অংশগ্রহণ করেন- ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, আজীবন সদস্য গোলাম সারওয়ার, মহানগর সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওদুদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, বিশিষ্ট ব্যাংকার এএফএম আসাদুজ্জামান,

রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্জ্ব আবু বক্কর, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী শিক্ষা স্কুল এ- কলেজ অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, ব্লুমিং রোজ স্কুল এ- কলেজ চেয়ারম্যান গোলাম মোস্তফা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ভাষাসৈনিক সাইদউদ্দিন আহমদ পরিবারের সদস্য রবিউল আলম শাহীন, প্রধান বিচারপতি ভাষাসৈনিক হাবিবুর রহমান শেলী পরিবারের সদস্য মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু, বিশিষ্ট চিকিৎসক ডা মাহফুজুর রহমান রাজ, ডা. রোকনুজ্জামান রিপন, বিশিষ্ট সাংবাদিক কাজী রকিবউদ্দিন,

মহিবুল আরেফিন, জাতীয় পার্টির মহানগর শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, উদীচী কেন্দ্রীয় সদস্য শাহিনুর রহমান সোনা, কাটাখালি পৌর কাউন্সিলর খোকনুজ্জামান মাসুদ, তাতী লীগ নেতা আসাদুল হক দুখু, অরাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য রাকেশ পাল প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.