আগামী বুধবার থেকে রাবিতে টানা ৪৭ দিনের ছুটি শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ৮মে থেকে শুরু হবে। টানা ৪৭ দিনের এ ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত ।

গতকাল শনিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চলবে পহেলা জুন পর্যন্ত। পরে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, ‘এখনো আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। এ বিষয়ে আগামী সপ্তাহে আহ্বায়ক কমিটির মিটিং ডাকা হবে। মিটিংয়ে সিদ্ধান্ত নেয়ার পর তা জানিয়ে দেয়া হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.

ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury