আগামী বিশ্বের দখল নিতে চলেছে ওমিক্রণ ভাইরাস

কলকাতা (ভারত) প্রতিনিধি: ‘ওমিক্রণ’ ভাইরাস আগামীদিনের বিশ্বের দখল নিতে পারে বলে জানাচ্ছেন বিশ্বের বিজ্ঞানীদের একটি দল। তাঁরা বলছেন অতি স্পর্শকাতর এই ভাইরাসটি ডেল্টা ভাইরাসকে সরিয়ে তার জায়গা নিতে পারে বলে বলছেন ইসিডিসি-র বিজ্ঞানীরা।
ইসিডিসি-র ডিরেক্টর অ্যান্ড্রিলা অ্যামন বলেন,ভাইরাসটির ম্যাথামেটিক্যাল মডেলিং অনুযায়ী এই তথ্যই উঠে আসছে।
গত ২২ শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত বছর পঞ্চাশের এক ব্যক্তির শরীরে আমেরিকার ক্যলিফোর্নিয়াতে ধরা পরে এই ভাইরাসটি। ঠিক একই ভাবে ভারতে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত দুই কর্ণাটক বাসী ব্যবসায়ীর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ওই দুই ব্যক্তি আনুমানিক ৩৫জনের সংস্পর্শে এসে থাকতে পারেন বলে জানা যাচ্ছে। সবাইকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বলা হয়েছে।
ভারত সহ এই নিয়ে ৩০টি দেশে মিলল এই ভাইরাস।
ইসিডিসি-র পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষ সতর্কতা অবলম্বন না করলে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে পারে জনগোষ্ঠী।
আমাদের দেশে এই ভাইরাস কতখানি ভয়ঙ্কর রূপ নিতে পারে তা নিয়ে চলছে গবেষণা।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন,আক্রান্ত ওই দুই ব্যক্তির শরীরে জ্বর সহ মৃদু উপসর্গ লক্ষ্য করা গেছে। আপাতত তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকেরা নজর রাখছেন।  যদিও ওই দুই ব্যক্তির ডবল ডোজের টিকাকরণ হয়ে গেছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.