আগামী পাঁচ বছরের মধ্যে রাজশাহী মহানগরীর হতদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে চাই : খায়রুজ্জামান লিটন

 

রাসিক প্রতিবেদকমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা দিন দিন কমছে। দেশ মধ্যম আয়ের দেশে রূপ লাভ করেছে। সরকারের নীতিমালার সাথে সমন্বয় করে আগামী পাঁচ বছরের মধ্যে রাজশাহী মহানগরীর হতদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে চাই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে রাজশাহীতে ১০০টি মাঝারী গার্মেন্টস কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। দারিদ্র হ্রাস, নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে ব্র্যাক, জিআইজেডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে যৌথভাবে চলমান কার্যক্রমকে বেগবান করে মহানগরীর উন্নয়নে আরও ভূমিকা রাখার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় সিএইচডিএফ ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের সার্বিক কার্যক্রমের ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের প্রকল্প সমন্বয়ক ফারজানা পারভীন, কমিটির হাউজিং ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ শামিয়া হক সাম্মিসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.