BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন : মিনু

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন : মিনু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন। এজন্য এই নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ভূল করা যাবে না। সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে।

শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে রাজশাহী মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি সবচাইতে বাংলাদেশের গণতান্ত্রিক একটি বড় দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী, যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে দেয়ার জন্য মহানগরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, বিগত দিনে কবীর হোসেনের নির্বাচন তারা যে ভাবে করতেন ঠিক অনেকটা সেভাবে করতে হবে বলে উল্লেখ করেন তিনি।  বিগত সতের বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে কাজ করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরো সুসংগঠিত ও সক্রিয় বলে উল্লেখ  করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কিছু কিছু নেতাকর্মীরা দলীয় প্রধানদের ছবি যেখানে সেখানে টানাচ্ছে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে। ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। সেই সাথে এসব বিষয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সব শেষ তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, বিএনপি একটি বৃহত দল। এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিহিংসা নাই। যদি কেউ রাগ করে থাকেন তাহলে সেগুলো ভূলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনী কমিটি এবং ভাল এজেন্ট নির্বাচন করার পরামর্শ দেন মিনু। এই কমিটিগুলো পরিচালনা করবেন মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ। সেইসাথে একটি উপদেষ্টা কমিটি গঠন করারো তাগিদ দেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সমআপাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, আবুল কামাল আজাদ সুইট ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না।

আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া  থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি নাসিম খান, চন্দিমা থানা বিএনপির সভাপতি ফাইজুল ইসলা ফাহি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি নুরজহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী, রোজি, জরিনা, গুলশানারা মমতা, ক্রীড়া সম্পাদক বিথি সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর মহিলা দলের নেত্রী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীগণ।

উপস্থিত নেতৃবৃনন্দ নির্বাচনের প্রশ্নে একাট্টা প্রকাশ করেণ সেইসাথে সকল প্রকার দ্বিধা ভুলে তারা নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি দেন তারা। সেইসাথে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে তারা একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার : অর্থ উপদেষ্টা দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার : অর্থ উপদেষ্টা পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত ‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’ ‘পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এগিয়ে’ করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু হয়েছে : পাক পররাষ্ট্রমন্ত্রী