আগামী এসএসসিতে এমসিকিউ থাকছে, প্রশ্নপত্রে পরিবর্তন নেই
ঢাকা প্রতিনিধি: আগামী এসএসসি পরীক্ষায় এবারো থাকছে এমসিকিউ । গত কয়েকবছর ধরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বেশিরভাগ সময়ই প্রশ্নপত্রের এমসিকিউ অংশ ফাঁসের অভিযোগ উঠত বেশি। পরীক্ষার প্রশ্নপত্রে কোন ধরনের পরিবর্তন আসছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।
এমসিকিউ অংশ বহাল রাখার দাবি জানিয়ে আসছিল অভিভাবকরা। ফাঁস ঠেকাতে বিভিন্ন সময় শিক্ষামন্ত্রণালয় থেকে এমসিকিউ তুলে দেয়ার ইঙ্গিত দেয়া হচ্ছিল। এদিকে প্রশ্নের পদ্ধতি কেমন হবে সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষামন্ত্রণালয় বলছে , সামনের এসএসসি পরীক্ষা আগের নিয়মেই হবে।
অভিভাবকরা বলছেন , ফাঁস ঠেকাতে এমসিকিউ বাতিল কোন সমাধান না। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি এখন থেকেই নিচ্ছে মন্ত্রণালয়। তবে পরবর্তীতে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.