কাল বালিগঞ্জ আসানসোল সহ আর কয়েকটি প্রান্তে উপ-নির্বাচন

কলকাতা (ভারত) প্রতিনিধি:: আগামীকাল আরেকপ্রস্থ হতে চলেছে উপ-নির্বাচন। কলকাতার বালিগঞ্জ কেন্দ্র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানে আসনটি খালি হওয়ায় করতে হচ্ছে উপনির্বাচন। এখান থেকে প্রতিদ্বন্দিতা করছেন সদ্য বিজেপির প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলের টিকিটে।
আসানসোল লোকসভা কেন্দ্রটিও বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় পদত্যাগ করে তৃণমূলে যোগদান করাতে আসনটি শূন্য হয়। সেখানেও আগামীকাল উপ-নির্বাচন হবে।
আগামীকালের ভোটদান পর্বকে কেন্দ্র করে ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর টহল নজরে পড়ছে।সেই সাথে চলছে নাকা চেকিং।শহরের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে চলছে অভিযান। সন্দেহ কিছু দেখলেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
আগামী ১৬ই এপ্রিল হবে ফল গণনা।ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সহ ভোট কর্মীদেরও পরিচয়পত্র সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত স্পেশাল ভোট পরিদর্শক নিযুক্ত করা হয়েছে।
বসানো হয়েছে সিসিকেম্যারা।এখন থেকেই এলাকাগুলোতে সিসিকেম্যারার নজরদারি শুরু করা হয়েছে।প্রতিমুহূর্তের খবর কমিশনের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য আগাম ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.