আগামীকাল নতুন সাংসদদের শপথ

ঢাকা প্রতিনিধিআগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল ১১টায় একাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের গেজেট প্রকাশের দুই দিন পর শপথ নিচ্ছেন একাদশ সংসদের সদস্যরা।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার ভোটগ্রহণ হয়। এর মধ্যে স্থগিত একটি আসন বাদ দিয়ে বুধবার ২৯৮টি আসনের ফলের গেজেট প্রকাশ করে সরকার। ভোটে নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সকাল ১১টায় সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। এর আগে, তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। রীতি অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শুরুতে শপথ নেবেন আওয়ামী লীগের সদস্যরা। পরে সংখ্যাগরিষ্ঠতার ক্রমানুসারে শপথ নেবেন অন্য দলের ও স্বতন্ত্র সদস্যরা।

একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলে কারা যাচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। তবে রীতি অনুযায়ী, প্রধান বিরোধী দলের ন্যূনতম ১০টি আসন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

শপথ শেষে, নব নির্বাচিতরা সংসদ সচিবের কার্যালয়ে স্বাক্ষর খাতায় সই করবেন। এরপরে একসঙ্গে ছবি তুলবেন তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.