আগস্ট জুড়েই টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই (ভারত) কোথাও গিয়ে ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটা প্রায় মাস খানেক আগেই জানা গিয়েছিল।
তবে এবারের বিশ্ব আসরের সূচি এখনও প্রকাশিত হয়নি, এ কারণে হোম ভেন্যুতেই প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৯ জুন) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তার (জালাল) দাবি, স্কিল ক্যাম্প ও অনুশীলনের জন্য ঢাকার সঙ্গে আরও এক ভেন্যু বিবেচনায় নিচ্ছে ক্রিকেট বোর্ড।
জালাল ইউনুসের ভাষ্য, স্কিল ট্রেনিং শুরুতে ১০ থেকে ১২ দিনের মতো হবে। প্রাথমিকভাবে আমাদের চিন্তা আছে, সিলেট না হয় চট্টগ্রামে। এরপর যেটা হবে, সেটা অনুশীলন সেশন, সেটা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। পুরো আগস্ট জুড়েই হবে ক্যাম্প।
এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে বগুড়ার নামও আলোচনায় ছিল।
এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যানের মন্তব্য, বগুড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভেন্যুটি নিয়ে কিছু সমস্যা আছে। ড্রেসিংরুম ঠিক নেই, মাঠের বাইরে-ভেতরে পর্যাপ্ত উন্নয়ন প্রয়োজন। এটাতে সময় লাগবে, তাই বগুড়াতে ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.