আখাউড়া দিয়ে ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার ও শালিনতারা বেগম নামে দুই বাংলাদেশী নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।
ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।
সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শালিনতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের আসমত আলীর মেয়ে। সমীর কুমার প্রায় ১২ বছর, শালিনতারা ৫ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.