আখাউড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন: আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার সোহাগ মিয়া (১৯), মো. মাসুম (৩৫), টানপাড়ার মো. আজিজ মিয়া (৬০) , রুবেল মিয়া (২২), খরমপুরের রাজা খাদেম (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রসেনজিৎ (৩২)।
জানা গেছে, দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৌরশহরের খরমপুর ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবনকারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
একই সময় খরমপুর এলাকা থেকে রাজা খাদেম নামের আরও এক মাদক সেবনকারীকে আখাউড়া থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.