আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-৪

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. ইব্রাহিম (৩০), রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০) এবং সীমান্ত হরিজন (২৯)। এদের মধ্যে ইব্রাহিম আখাউড়ায় বড় বাজারের বাসিন্দা ও বাকিরা সুইপার কলোনির বাসিন্দা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিটিসি নিউজকে জানান, চোলাই মদ তৈরির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে ও মদসহ চারজনকে আটক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.