আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।
অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর হবে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্নসহ মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিটিসি নিউজকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.