আক্রমণের বন্যা বইয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

বিটিসি স্পোর্টস ডেস্ক: রোমানিয়ার বিপক্ষে রীতিমতো আক্রমণের বন্যা বইয়ে দিল নেদারল্যান্ডস। এই আক্রমণে ভেসে যাওয়ার জোগাড় হলো তাদের। আর দাপুটে পারফরম্যান্সে ডোনিয়েল মালেনের জোড়া গোলে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল ডাচরা।
মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমার্ধে কোডি হাকপো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে জোড়া গোল করেন মালেন।
ধারার বিপরীতে ম্যাচের ২০তম মিনিটে চমৎকার গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন হাকপো। সিমন্সের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, একজনের বাধা এড়িয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা।
এরপরই রোমানিয়াকে চেপে ধরে ডাচরা। ২৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান স্টেফান ডা ভ্রেই। মেমফিস ডিপাইয়ের কর্নারে ইন্টার মিলান ডিফেন্ডারের হেড পাশের জালে লাগে।
বিরতির পরও এক আক্রমণ করে যায় নেদারল্যান্ডস। ৫৮তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি তারা, কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড পোস্টে লাগে। ৬৩তম মিনিটে হাকপো জালে বল পাঠালেও ভিএআরে ধরা পড়ে অফসাইড। একটু পর মেমফিসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
৮৩তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় ডাচরা। বক্সের ভেতর বাঁ দিকের বাইলাইনের কাছে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে দারুণ পাস দেন হাকপো, ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা মালেন। আর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন মালেন। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। নিশ্চিত হয়ে যায় তাদের জয়।
নেদারল্যান্ডস সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের মুখোমুখি হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.