আকাশ সীমা ব্যবহারের সময় তুরস্কের বাধার মুখে রুশ যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় যাওয়ার পথে চার রুশ যুদ্ধবিমানকে তুরস্কের আকাশ সীমা ব্যবহার করার সময় বাধা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার তুর্কি আকাশ সীমায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম দৈনিক নেজাভিসিমায়া।

সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক অপর সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, রুশ যুদ্ধবিমান গুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে উড়ান দেয়। চারটি বিমানের মধ্যে দু’টি ছিল বোমারু বিমান। কিন্তু বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলে তাদের বাধা দেয় তুর্কি বিমান বাহিনী।

সম্প্রতি সিরিয়ার ইদলিব নিয়ে মস্কোতে অনুষ্ঠিত রুশ-তুর্কি বৈঠক ব্যর্থ হওয়ার পর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এর ফলে দুই দেশের মধ্যে কৌশলগত পার্থক্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.