আওয়ামী লীগ মানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছে : শেখ হাসিনা

ঢাকা প্রতিনিধিআজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মাদক নিয়ন্ত্রণ এবং রাজধানীসহ দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সেবা করতেই আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড জোরদারে ভূমিকা রাখার তাগিদ দেন সংসদ নেতা।

শেখ হাসিনা বলেন, কাজ করি মানুষের জন্য নিজের জন্য করি না। মানুষের ভালো মন্দ জানার চেষ্টা করি, সেই সমস্যা সমাধানের চেষ্টা করি। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের।

তিনি আরো বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে। সরকারি পর্যায়ে মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য ৭টি বিভাগীয় শহরে ২শ’ শয্যার মাদকাসক্ত নিরাময় পুনর্বাসন নির্মাণ করা হবে। সব সংসদ সদস্যকে বলবো নিজ নিজ এলাকায় মাদকাসক্ত যেন না হয়, সে ব্যাপারে তারাও যেন উদ্যোগ নেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.