আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন অ্যাটর্নি জেনারেল

 

ঢাকা প্রতিনিধিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আজ শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি দলীয় মনোনয়ন পাবো।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে মনোনয়ন পেলে বিতর্কের ঊর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.