আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় নাটোরে বিএনপি-জামায়াতের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

নাটোর প্রতিনিধি: আওয়ামী ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলায় নাটোরের বিভিন্ন স্থানে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। রোববার (১০ নভেম্বর) সকাল থেকে শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থান নেয় জামায়াতে ইসলামী। পরে সেখানে তারা বিক্ষোভ মিছিল করে।
সদর উপজেলা জামায়াতের আমীর নুরুন্নবীর নেতৃত্বে এসব কর্মসূচী পালন করা হয়। নাটোর শহর জামায়াতের আমীর মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটার আতিকুল ইসলাম রাসেল, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী প্রমুখ।
এছাড়া একই ঘটনায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেওয়ান শাহীনের নেতৃত্বে সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল মিছিল নিয়ে পোস্ট অফিস মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে।
এছাড়া জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকাল থেকে অবস্থান নেয় বিএনপি নেতা কর্মিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.