আইসিসির শাস্তির মুখে নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: এক ক্রিকেটারের ভুলের কারণে শাস্তির মুখে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের অফ স্পিনার ইডেন কারসন আইসিসির নিয়ম ভেঙে ১১ ওভার বোলিং করেন। 
নিয়ম অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারেন। সেই নিয়ম ভাঙ্গেন কারসন।
শ্রীলংকার ইনিংসের ৪৫তম ওভারে নিজের বোলিং স্পেল শেষ করেন কারসন। ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। এই অফ স্পিনারকে আবার ৪৭তম ওভারে বল করতে ডাকেন অধিনায়ক সোফি ডিভাইন।
১১তম ওভার বল করার ডাক পেয়েও কিছু বলেননি কারসন। কোন বোলার কত ওভার বল করেছেন, দুই আম্পায়ারও সম্ভবত সেই হিসেব রাখেননি। প্রতিপক্ষ দল থেকেও কোনো আপত্তি করা হয়নি। ফলে নির্বিঘ্নে ১১তম ওভার বল করেন কারসন। সেই ওভারে তিনি খরচ করেন ১ রান। খেলা শেষ হওয়ার পর বিষয়টি সকলের নজরে আসে। তৈরি হয় বিতর্ক।
নিয়ম ভেঙ্গে ১১ ওভার বল করায় শাস্তি হতে পারে কারসেনের। শাস্তি হতে পারে নিউজিল্যান্ড নারী দলেরও।
এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৮.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয় শ্রীলংকা। ১১৬ রানে জয় পায় কিউইরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.