আইসিইউ-তে এবার গণধর্ষণের শিকার এক নাবালিকা!

 

বিটিসি নিউজ ডেস্কদিন দিন বেড়েই চলেছে যৌন নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা। কখনো রাস্তায়, কখনো বা চলন্ত বাসে কিংবা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এবার  হাসপাতালের আইসিইউ-তে গণধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা৷ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, একদিন ওই নাবালিকার বাবা-মা বেড়াতে গেলে বাড়িতে একা ছিল সে৷ সে সময় কটি বিষধর সাপ তাকে ছোবল মারে৷ বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবা-মা৷ মেয়েকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তারা৷ মেয়েটির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়৷ সেখানেই চিকিৎসা চলছিল তার৷

মেয়েটি আইসিইউ-তে আচ্ছন্ন অবস্থায় ছিল। সেই সুযোগে আইসিইউ-তেই তাকে ধর্ষণ করা হয়৷

মেয়েটির অভিযোগ, ওই নার্সিংহোমের এক কর্মী এবং আরও চার অজ্ঞাতপরিচয় যুবক এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।

ধর্ষণের সময় নাবালিকার চিৎকার শুনে রোগীরা জড়ো হয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় পাঁচ অভিযুক্ত৷#

Comments are closed, but trackbacks and pingbacks are open.