BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইফোন, স্যামসাং নাকি পিক্সেল, ২০২৫-এ কোনটির ক্যামেরা সেরা

আইফোন, স্যামসাং নাকি পিক্সেল, ২০২৫-এ কোনটির ক্যামেরা সেরা

বিটিসি বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের যুগে ভালো ক্যামেরা ছাড়া যেন চলেই না। আনন্দ, দুঃখ বা ভ্রমণ – প্রতিটি মুহূর্ত বন্দি করতে একটি ঝকঝকে ফোন ক্যামেরা চাই। আর যারা নতুন ফোন নিবেন, কিন্তু ক্যামেরার বিচারে এবছরের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে বিভ্রান্তিতে ভুগছেন। আজকের বিশ্লেষণটি তাদের জন্যই।

২০২৫ সালে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা এবং গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল এর ক্যামেরা পরীক্ষা করে স্কোর দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান – ডিএক্সওমার্ক। চলুন জেনে নেই কোন ফোনটি এগিয়ে।

আইফোন ১৭ প্রো ম্যাক্স

এই ফোনের ক্যামেরা স্কোর ১৬৩, যা বিশ্বব্যাপী শীর্ষের কাছাকাছি। ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। বিশেষভাবে প্রোরাউ এবং ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ছবির রঙ, ডাইনামিক রেঞ্জ এবং কম আলোতে পারফরম্যান্স উন্নত মানের। ভিডিওগ্রাফি এবং সেলফিতে এই ফোনের পারফরম্যান্স ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী শীর্ষে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা

ডিএক্সওমার্ক স্কোরে এটি ১৪৬ পেয়েছে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৫০ মেগাপিক্সেল এবং টেলিফটোতে দুটি লেন্স ১০ মেগাপিক্সেল (৩এক্স জুম) ও ৫০ মেগাপিক্সেল (১০এক্স জুম)। কোয়াড টেলি সিস্টেম ব্যবহারকারীদের ১০এক্স অপটিক্যাল জুম এবং ব্যাকগ্রাউন্ড বিভাজনের সুবিধা দেয়। জুম এবং বহুমুখী লেন্স ব্যবহারের জন্য এটি অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয়।

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল

ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী এর স্কোর ১৬৩। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ক্যামেরা কোচ, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি কম আলোতে ছবি এবং রাতের আকাশের ছবি তুলতে অসাধারণ সুবিধা দেয়। প্রো রেস জুম দূরের দৃশ্যও প্রায় পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে।

ডিএক্সওমার্কের স্কোর অনুযায়ী-

আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং পিক্সেল ১০ প্রো এক্সএল উভয়ই সমান স্কোর অর্জন করেছে। তবে ভিডিও এবং কম আলোতে পারফরম্যান্সে পার্থক্য রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা তুলনামূলকভাবে কম স্কোর পেলেও এর উন্নত জুম এবং উচ্চ রেজোলিউশন সেন্সরের কারণে অনেক ব্যবহারকারীর পছন্দের ফোন এটি।

তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি, জুম বা বহুমুখী ফটোগ্রাফি এই তিনটি ফোনকেই এককভাবে এগিয়ে রাখে।

প্রতিটি ফোনের নিজস্ব সুবিধা রয়েছে। ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি তোলা বা জুম ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার কারীর প্রয়োজন অনুযায়ী পছন্দ ভিন্ন হতে পারে। তাই কোন ফোন ‘সেরা’ বা ‘অপছন্দ’ বলা ঠিক নয়। সবার জন্য এটি ব্যবহারের ধরণ ও পছন্দের ওপর নির্ভর করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-২২ পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত চারঘাটের নন্দনগাছীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ মিস ইউনিভার্সের মুকুট জেতেননি মিথিলা, তবু যা বললেন… মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না? ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ