আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

বিটিসি স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো। কুচকির ইনজুরির কারণে এবারের আসরে আর খেলা হচ্ছে না এ বোলারের।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এ খবর।

তিনি জানান, ‘ডান কুচকিতে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। দু’একদিনের মধ্যে আরব আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন ব্রাভো।’

গত শনিবার (১৭ অক্টোবর) দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাভো। এর কারণে সে ম্যাচে বোলিংয়ে নিজের কোটাও পূরণ করতে পারেননি তিনি। তিন ওভার বল করেছিলেন ব্রাভো। তিন ওভার বোলিং ২৩ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট।

ইনজুরির কারণে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি ৩৭ বছর বয়সী ক্যারিবিয় এই বোলার।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল বোলার ডোয়াইন ব্রাভো। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়েছেন পাঁচশ’র বেশি উইকেট।

এছাড়া আইপিএলের এক আসরে সর্বোচ্চ ৩২ উইকেট শিকারের রেকর্ডটাও ব্রাভোর দখলে। এখন পর্যন্ত আইপিএলে ১৪০ ম্যাচে শিকার করেছেন ১৫৩ উইকেট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.