আইন পেশায় বিশেষ অবদানের জন্য এড. মালেক শেখ শেরেবাংলা ফজলুল হক স্বর্ণপদকে ভূষিত

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা ফজলুল হক স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শেরেবাংলার দৌহিত্র এবং সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.কামাল উদ্দীন আহম্মেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরদার। 
এডভোকোট মালেক শেখকে শেরেবাংলা একে ফজলুল স্বর্ণপদকে ভূষিত করায় নাটোরের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সমাজসেবামূলক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.