আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদকরাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বলেছেন, ‘আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বস্তরের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। ফৌজদারী বিচার ব্যবস্থায় পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায়বিচারের স্বার্থে তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সুবিচার নিশ্চিতে বিচারক ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক অপরিহার্য।’

আজ শনিবার সকালে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০১৮’ উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা জজশীপ এ সম্মেলনের আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন বলেন, ‘মামলার জট বিচার বিভাগের বড় সমস্যা। এই সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবীদের সক্রিয়া ভূমিকা প্রয়োজন।’

দিনব্যাপী এ সম্মেলনে দেওয়ানী ও ফৌজদারী আদালতের কার্যক্রম পরিচালনায় উদ্ভুত সমস্যা চিহ্নিত করণ ও সমাধান, বিচারক কর্তৃক স্ব স্ব আদালতের সমস্যা, আদালতের জনবল সংকট, নিরাপত্তা বৃদ্ধি ও জেলা জজশীপের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সবিস্তর আলোচনা করা হয়।

সম্মেলনে ‘রাজশাহী জজশীপের বিভিন্ন আদালতের বিদ্যমান সমস্যাসমূহ ও উহা সমাধানে করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবুল কালাম আজাদ ও সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান।

রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক গোলক চন্দ বিশ্বাস, বিভাগীয় স্পেশাল জজ কেএম মোস্তাকিনুর রহমান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, জেলা ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল কাদের, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ পিপিএম, সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হক, এফএম মেজবাহ উল হক, অতিরিক্ত মহানগর দায়রা জজ এনায়েত কবির সরকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ড. মো. আলমগীর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জুয়েল অধিকারী, গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলী ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি লোকমান আলী, পাবলিক প্রসিকিউটর ইব্রাহীম হোসেন ও সরকারী কৌশুলী রবিউল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ সাঈদ আহমেদ ও সহকারী জজ নাফিউ আকতার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.