আইনমন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন

ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে ‘আইনমন্ত্রী করোনায় আক্রান্ত’, যা মোটেও সত্য নয়।
প্রকৃত সত্য হলো, গতকাল বুধবার (০৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।
ওই চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত।
আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ-এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।’
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতিকে নিয়ে তিনি এ ধরনের কোন কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।
আইনমন্ত্রী বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিকে আনইমন্ত্রীর নিবার্চনী এলাকা কসবা -আখাউড়া এলাকার নেতা কর্মীরা এর প্রতিবাদ করেছেন  সামাজিক মাধ্যে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.