আইজিপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে উড়ন্ত সূচনা আরএমপি’র

আরএমপি প্রতিবেদক: আইজিপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ এর ডি-গ্রুপের নিজেদের প্রথম খেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমকে ৬ উইকেটে পরাজিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ক্রিকেট টিম।
এ জয়ে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান।
আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টায় মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম বিভাগ মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমের মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় বরিশাল টিম টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিম খেলতে নেমে মাত্র ১৩ ওভার বল মোকাবেলা করে ৪ উইকেট হারিয়ে নিজেদের জয়ের লক্ষ্যে পৌঁছিয়ে যায়। ম্যাচ জয়ে বড় অবদান রাখেন আরএমপি’র অলরাউন্ডার ব্যাটসম্যান কনস্টেবল নাহিদ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছিয়ে যায় আরএমপি ক্রিকেট টিম।
আরএমপি ক্রিকেট টিমের নাহিদ ৩১ বল মোকাবেলা করে সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করে ম্যাচ সেরা পুরস্কার পান ।
আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিম নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ক্রিকেট টিমের সঙ্গে।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠ মিরপুর স্টাফ কলেজে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আইজিপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। এই টুর্নামেন্ট এ মোট ২৩ টিম ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলছে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিমের যাত্রা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে এবং ২০১৮ সালের বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিম দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। ২০২৩ সালে পুলিশ ক্রিকেট টিম প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সংবাদ প্রেরক মো: জামিরুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.