BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন। তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এবং আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের আরও চারজন সদস্য।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ জানান।

আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও জনবান্ধব সেবা সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার