আইজিপি’র উদ্যোগে চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) এর উদ্যোগে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ও চিলমারী মডেল থানার সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে চিলমারী উপজেলার মাটিকাটা মোড় বাস স্ট্যান্ডে ত্রান বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহামুদ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) দায়িত্ব গ্রহনের পর হতে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি করোনা কালীন সময়ে স্যারের নেতৃত্বে যে মানবিক পুলিশ গড়ে উঠেছে তা সর্বমহলে প্রশংসিত। মানবিক পুলিশিং এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন আইজিপি মহোদয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.