(আইএস) জঙ্গি নিরসনে চূড়ান্ত অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিরসনে চূড়ান্ত অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। এই তথ্য জানিয়েছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএস)।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আইএস অধ্যুষিত শেষ এলাকাটিতে ৬০০ এর মতো জঙ্গি রয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই বিদেশি। এলাকাটিতে আটকে পড়েছে কয়েশ সাধারণ মানুষও।
এসডিএফ এর মুখপাত্র মুস্তাফা বালি এক টুইট বার্তায় বলেন, ‘এসডিএফ অভিযান শুরু করেছে। বাঘুজ গ্রামে অবশিষ্ট যে কয়জন আইএস আছে তাদের উৎখাত করা হবে।’
আরও বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর-আজ-জৌর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত শেষ এলাকাগুলো থেকে আগেই সরিয়ে ফেলা হয়েছে ২০ হাজার বেসামরিক নাগরিক। স্থল অভিযানের পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার মাধ্যমে গত কয়েক মাসে জঙ্গিগোষ্ঠীকে কোণঠাসা করে ফেলেছে কুর্দি আরব জোট।
এদিকে চলতি সপ্তাহেই আইএস বিরোধী অভিযানের চূড়ান্ত বিজয়ের আভাস দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.