আইএসের চেয়েও বড় হুমকি রাশিয়া : ব্রিটিশ সেনাপ্রধান

বিটিসি নিউজ ডেস্ক: রাশিয়াকে জঙ্গি গোষ্ঠী আইএসের চেয়েও বড় হুমকি বলে মনে করছেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল মার্ক কার্লটন-স্মিথ।

দৈনিক টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়া এখন আইএসের চেয়ে ‘অনেক বড় হুমকি।

রাশিয়ার পক্ষ থেকে যে ধরনের হুমকি আসছে সে বিষয়ে ব্রিটেন নিশ্চিন্তে বসে থাকতে পারে না বলে মন্তব্য করেন ৫৪ বছর বয়সী এই জেনারেল।

তিনি বলেন, “রাশিয়ানরা যখনই আমাদের কোনো দুর্বলতা কিংবা অরক্ষিত কিছু পায় তখনই তার অপব্যবহারের চেষ্টা করে।”

পক্ষত্যাগী রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টা এবং ব্রিটেনে একাধিক সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে দেশটি।

গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবারিতে রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস নোভিচক দিয়ে স্ক্রিপাল ও তার মেয়েকে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ব্রিটিশ কর্তৃপক্ষের।

এরপর গত জুলাইয়ে একই ধরনের নার্ভ গ্যাসে আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সী নারী ডন স্টারগেস মারা যান।

চলতি বছরের শুরুর দিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনও রাশিয়া সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছিলেন।

যুক্তরাজ্য সরকার গত অক্টোবরে রাশিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস জিআরইউকে চারটি বড় ধরনের সাইবার হামলার জন্য দায়ী করে। ব্রিটেনের একটি ছোট টিভি নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টিকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল বলে দাবি ব্রিটেনের।

রাশিয়া তাদের পক্ষত্যাগকারী গোয়েন্দাদের ওপর নার্ভগ্যাস হামলার অভিযোগ বার বারই অস্বীকার করে আসছে। আর সাইবার হামলার অভিযোগকে ‘অলীক কল্পনা’ বলে নাকচ করেছে।

গত জুনে চিফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পাওয়ার পর এই প্রথম সাক্ষাৎকারে কার্লটন স্মিথ বলেন, “ইসলামিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদা কিংবা আইএসের চেয়ে রাশিয়া ‘নিশ্চিতভাবেই’ ব্রিটেনের জন্য বড় হুমকি।

“রাশিয়া পশ্চিমা দেশগুলোর সাইবার, মহাকাশ কিংবা সমুদ্র তলদেশে দুর্বলতা চিহ্নিত করতে এসবকে যথাযথভাবে কাজে লাগাতে সদা সচেষ্ট। আমরা তাদের এই হুমকিগুলোর বিষয়ে নীরবে বসে থাকতে পারি না কিংবা এগুলোকে চ্যালেঞ্জহীনভাবে ছেড়ে দিতে পারি না।”#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.