অ্যাসিস্টের পর জোড়া গোল মেসির, প্লে-অফে মায়ামি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে টানা দুই ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন লিওনেল মেসি। মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক সিটির মাঠে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে মায়ামি। এ জয়ে এমএলএস কাপের প্লে-অফে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে আগে একটি অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে মেসি কীর্তি গড়েন আরেকটি।
আর্জেন্টাইন অধিনায়কের দু’টি কীর্তিই হয়েছে এমএলএসে। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন মায়ামি অধিনায়ক। বিরতির পর জোড়া গোল করেন মেসি। এতে এমএলএসের ইতিহাসে স্রেফ চতুর্থ ফুটবলার হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
নিউইয়র্ক সিটির মাঠে আধিপত্য বিস্তার করে সফরকারীরাই। পুরো ম্যাচে ৫২ শতাংশ বল নিজেদের পায়ে রাখা মায়ামি গোলের দিকে ১২টি শটের মধ্যে ৮টিই রাখে লক্ষ্যে। স্বাগতিকদের ৯টির মধ্যে কেবল ২টি শট লক্ষ্যে থাকে। এদিন থুথুকান্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন লুইস সুয়ারেজ। ৩৮তম মিনিটে মেসির ডি-বক্সের অনেকটা দূরের ফ্রি কিক থেকে অল্পের জন্য জাল বাঁচান গোলকিপার ম্যাট ফ্রিজ। এর মিনিট পাঁচেকের মধ্যেই এগিয়ে যায় মায়ামি। মেসির রক্ষণচেরা পাস দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মাঝে পেয়ে দারুণভাবে ফিনিশ করেন রদ্রিগেজ।
বিরতির পর মাঠে ফিরে ৭৪তম মিনিটে নিজের গোলের খাতা খোলেন ৩৮ বছর বয়সী মেসি। বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসের থেকে এবার রক্ষণচেরা পাস পান নিজেই। মাঝমাঠের অনেকটা সামনে থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের ওপর দিয়ে এক দৃষ্টিনন্দন চিপে জালে জড়ান মেসি।
৮৩তম মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান উরুগুইয়ান তারকা সুয়ারেজ। এর মিনিট তিনেকের মধ্যেই নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন সর্বাধিক ৮টি ব্যালন ডি’অরের মালিক মেসি। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ভুলে সতীর্থের পাস পেয়ে যান মায়ামি অধিনায়ক। সেখান থেকে নিজেই বল টেনে নিয়ে গিয়ে একজনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
এর মধ্য দিয়ে এমএলএসের চলতি মৌসুমে শীর্ষ গোলদাতার জায়গাও দখল করলেন এলএমটেন। ২৩ ম্যাচে মেসি করলেন ২৪ গোল। ২৮ ম্যাচে ২২ গোল নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলসের ডেনিস বউয়ানগা। এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৪ গোল করেছে মায়ামি। ৫৮ গোল নিয়ে পরেই অরল্যান্ডো সিটি। আর এমএলএসে নিজেদের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই অন্তত তিন গোল করল মায়ামি।
ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে ২৯ ম্যাচে ১৬ জয়, ৭ ড্র ও ৬ হারে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে ফিলাডেলফিয়া ইউনিয়ন। সমপরিমাণ ম্যাচে দুই পয়েন্ট কমে দুইয়ে সিনসিনাটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.