অ্যাভোকাডোর চোরাচালান

কলকাতা (ভারত) প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে আটক করেছে শুল্ক দফতর মায়ানমার থেকে আসা আড়াই টন  অ্যাভোকাডো। কলকাতাকে ব্যবহার করে মায়ানমার থেকে দক্ষিণ ভারতে অ্যাভোকাডো পাচার করা হচ্ছে। কারণ দক্ষিণ ভারতেই এর চাহিদা বেশি। পেমেন্ট হচ্ছে শহরের হাওলা কারবারিদের মাধ্যমে।
পেয়ারার মত দেখতে এই ফল অত্যন্ত পুস্টিকর। আদি জন্মস্থান মেক্সিকো হলেও আজ তার ফলন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে। এই ফলের ওজন ২৫০-৭০০গ্রাম বা তারও বেশি হয়। ওজন যত বেশি দামও সেরকম চড়া।
ভারতে আনুমানিক ৭০০-১০০০টাকা পর্যন্ত দামে পাওয়া যায়।
পুস্টি বিশেষজ্ঞদের মতে এর উপকারিতা অপরিসীম। একটী আস্ত ৪০০গ্রাম ওজনের ফলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সব রকমের শারীরিক চাহিদামেটে ।সব ধরনের ব্যক্তিরা স্বচ্ছন্দ এই ফল খেতে পারে। শুধু তাই নয় হার্টের অসুখ থেকে শুরু করে কোলেস্টেরল কমানো এবং বিভিন্ন জটিল রোগের মুক্তি ঘটে। করোনা আক্রান্তদের এই ফল মহৌষধ বলে বিবেচিত হয়।
বিমানবন্দরে ধরাপরা এই ফলের কোনও বৈধ কাগজপত্র ছিল না। তবে কে বা কারা কি উদ্দেশ্যে পাচার করছিল সেই সম্বন্ধে ধোঁয়াশার সৃস্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.