বিটিসি স্পোর্টস ডেস্ক: সাত মৌসুমে প্রথমবার কোপা দেল রের সেমিফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ বারের চ্যাম্পিয়নরা ২০১৩ সালের পর প্রথম কোনও ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল তারা। দুই ভাই ইনাকি ও নিকো উইলিয়ামস তাদের স্বপ্ন ভেঙে দিলেন।
বৃহস্পতিবার মাদ্রিদ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিলো অ্যাথলেটিক বিলবাও। ৪-০ গোলের অগ্রগামিতায় পাঁচ বছরে তৃতীয়বার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে তারা।
কাউন্টার অ্যাটাক থেকে অ্যাটলেটিকোর সর্বনাশ করে দেয় আর্নেস্তো ভালভার্দের দল। ১৩তম মিনিটে ভাইয়ের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোলমুখ খোলেন ইনাকি।
উপকারের প্রতিদান দিতে ভোলেননি বড় ভাই। ৪২তম মিনিটে নিকোকে দিয়ে গোল করান ইনাকি।
ম্যাচ শেষে নিকো বলেছেন, ‘আমাদের বন্ধন সত্যি এবং সেটা ভালোভাবে কাজ করছে। আমরা একে অন্যকে বুঝি। আমি আনন্দিত। ফাইনালে ওঠা স্বপ্ন এবং সেটা আমাদের ভক্তদের সামনে করতে পারা সবসময় চমৎকার। আশা করি অ্যাথলেটিক ফাইনাল জিতবে।’
দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে বিলবাও। ৬১তম মিনিটে ফিরে আসা বল জালে জড়ান গোর্কা গুরুজেটা।
ম্যাচের শুরুতে ভক্তদের নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। কাছের একটি পানশালায় স্বাগতিক সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে একজন আহত হন বলে জানান অ্যাটলেটিক সমর্থক গোষ্ঠী।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। গ্যালারির এক অ্যাথলেটিক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ মিডিয়া পরে জানায়, তার অবস্থা গুরুতর নয়।
বিলবাও আগামী ৬ এপ্রিল সেভিয়েতে ফাইনাল খেলবে মায়োর্কার বিপক্ষে, যারা পেনাল্টিতে ৫-৪ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
২৩টি শিরোপা নিয়ে কোপায় দ্বিতীয় সেরা দল বিলবাও। বার্সেলোনা তাদের চেয়ে আটটি বেশি ট্রফি নিয়ে শীর্ষে। আগের চার বছরে দুইবার ফাইনালে খেললেও বিলবাও সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৪ সালে। তারা সোসিয়েদাদ ও বার্সার কাছে হেরে রানার্সআপ হয় ২০২০ ও ২০২১ সালে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.