অস্ট্রেলিয়া ১০০ বছরে ভয়াবহতম বন্যায় ভাসছে : রাস্তায় কুমির

বিটিসি আন্তর্জাতিক ডেস্কঅস্ট্রেলিয়া শতাব্দীর ভয়াবহতম বন্যায় ভাসছে। এই মহাদেশের উত্তর-পূর্ব অংশ কার্যত জলের নীচে। পানির তলায় স্কুল, কলেজ, বিমানবন্দর সহ এমনকি  রাস্তায় উঠে এসেছে কুমিরও।

বন্যার প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুইন্সল্যান্ড। বিভিন্ন বাড়ির ছাদ থেকে আটকে পড়া দুর্গতদের উদ্ধারকাজে নেমেছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী।

এই সময়টা বরাবরই এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু এরকম ভয়াবহ বর্ষণ কোনওদিন দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় অস্ট্রেলিয়ার বাসিন্দারা।

গতকাল রবিবার বিকেলে ফ্লাডগেট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে প্রবল বেগে পানি এসে ভাসিয়ে নিয়ে যায় পুরো  এলাকা।

‘এরকম বন্যা কোনও দিনও দেখা যায়নি । বৃষ্টি না থামলে আর কী অপেক্ষা করে আছে জানি না।’ আক্ষেপ শোনা গেল স্থানীয় রেডিও সাংবাদিক গাবি এলগুডের মুখে।  পানির বেগে এমনকি রাস্তায় উঠে এসেছে কুমির। সঙ্গে রয়েছে ধস, বিদ্যুত্‍ বিপর্যয়ও। সব মিলিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার, তা কেউই বলতে পারছে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.