অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন : গ্রেফতার-৪৪ সন্দেহভাজন, উদ্ধার-১৬

(অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন : গ্রেফতার-৪৪ সন্দেহভাজন, উদ্ধার-১৬ –ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শিশু নির্যাতনের সঙ্গে জড়িত থাকার দায়ে অস্ট্রেলিয়া জুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে উদ্ধার হয়েছে ১৬ জন শিশু।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানায়, অনলাইনের পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিও এক বছর তদন্ত করার পর ঐ সব সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

জানা গেছে, গ্রেফতার হওয়া সন্দেহভাজনরা নির্মাণ, পরিবহন, আইন প্রয়োগ ও অতিথিসেবা শিল্পে কাজ করতেন। সন্দেহভাজনদের কাছ থেকে শিশু নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কমিশনার রিস কার্শো বলেন, শিশুরা পণ্য নয়। আমাদের তদন্তকারীরা ধৈর্য সহকারে ছবিগুলো তদন্ত করেছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি বছর তারা অভিযান চালিয়ে ১৩৪ শিশুকে উদ্ধার করেছে । এদের মধ্যে ৬৭ শিশু অস্ট্রেলিয়ার বাইরে ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.