অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড’র দল ঘোষণা

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরিতে থাকলেও নিউজিল্যান্ডের স্কোয়াডে রাখা হয়েছে মার্টিন গাপটিলকে। দলের নেতৃত্বে থাকছেন কেইন উইলিয়ামসন। আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন টিম সেইফার্ট।

এছাড়া ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস, জেমস নিশাম,মিচেল স্যান্টনার ও টিম সাউদি রয়েছেন দলে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ফিন অ্যালেনকে।

এদিকে, এরই মধ্যে অস্ট্রেলিয়াও তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ক্রাইস্টচার্চে আগামী ২২ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন (স্ট্যান্ডবাই)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.