অস্ট্রেলিয়ান ওপেন: কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিন ছিল আজ। আর প্রথম দিনেই কোর্টে নামেন আসরের রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন এবং ২৪টি গ্রান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। নেমেই অবশ্য তাকে পড়তে হয়েছে চ্যালেঞ্জের মুখে। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।
ক্রোয়েশিয়ার ১৮ বছর বয়সী দিনো প্রিজমিককে ৬-২, ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ প্রায় চার ঘণ্টার লড়াই শেষে প্রথম রাউন্ডে হারান কোয়ালিফায়ার পার করে আসা দিনোকে।
প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম খেলতে নামা দিনো ছয়টি ম্যাচ পয়েন্ট বাঁচানোর পর অবশেষে হার মানেন। অন-কোর্ট সাক্ষাৎকারে জোকোভিচ প্রশংসা করেন দিনিজের, ‘সে (দিনো) আমাকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশ্যই পুরো হাততালি পাওয়ার দাবিদার। দারুণ এক খেলোয়াড় সে, কোর্টে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। এটা তারই সময়। অসাধারণ মানসিকতা আর ধৈর্য প্রদর্শন করেছে। ক্যারিয়ারে সে বড় কিছু করবে।’
রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলা জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে অ্যালেক্সি পপিরিন কিংবা মার্ক পলমানসের বিপক্ষে খেলবেন।
জোকোভিচের চেয়ে অবশ্য অপেক্ষাকৃত সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই ইতালির ইয়ান্নিক সিনার। ডাচম্যান বোটিচ ফন ডি জ্যান্ডস্কালকে তিনি সরাসরি সেটে হারান। পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভ পাঁচ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (১০-৬) গেমে হারান ব্রাজিলের থিয়াগো সেইবোথ ওয়াইল্ডকে।
আর মেয়েদের এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সাবেক নম্বর ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি, তামারা করপাচ, আমান্দা আনিসিমোভা, মারিয়া সাক্কারি প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.