বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:অস্ট্রিয়ার উত্তরাঞ্চলে এক শিকারি দু’জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে একজন কির্চবার্গ ওব ডার ডোনাউ অঞ্চলের মেয়র ফ্রাঞ্জ হোফার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে হেলিকপ্টার ও বিশেষ বাহিনীকে সঙ্গে দিয়ে ব্যাপক অভিযান চলছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের সীমান্তের কাছে অস্ট্রিয়ার গ্রামীণ মুহলভিয়ারটেল অঞ্চলের আলটেনফেলডেন গ্রামে কির্চবার্গ ওব ডার ডোনাউয়ের মেয়র ফ্রাঞ্জ হোফারকে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, রোল্যান্ড ড্রেক্সলার নামক ৫৬ বছর বয়সী এক ব্যক্তি দুইজনকে হত্যা করে একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
শিকারের অধিকার নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রিয়া পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম ক্রোনেন সাইটুং জানিয়েছে, হামলাকারী ওই এলাকার শিকারি হিসেবে পরিচিত। সে খুব কঠিন মানুষ ছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
মেয়র ফ্রাঞ্জ হোফারের লিনজে পিপলস পার্টির (ওভিপি) আঞ্চলিক সদর দপ্তরে গোলাগুলির ঘটনায় স্থানীয় কর্মকর্তারা হতবাক হয়ে যান। দলের নেতা ফ্লোরিয়ান হিগেলস্পারগার বলেন, ‘এটা একটা পাগলামি।’
রাজ্যের শিকার মাস্টার হার্বার্ট সিগার্টস্লেটনার এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি ফ্রাঞ্জ হোফারকে ব্যক্তিগতভাবে খুব ভালভাবে জানতাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.