বিটিসি স্পোর্টস ডেস্ক: “স্রেফ এক মিনিটি… একটি মিনিট দূরে ছিলাম আমরা স্বপ্ন ছোঁয়া থেকে…”, ম্যাচ শেষে ইতালি কোচ আন্দ্রেয়া সোনচিনের হাহাকার। তার সেই আক্ষেপেই মিশে আছে ইংল্যান্ডের হার না মানা মানসিকতা আর গৌরবের গল্প। বিদায়ের এক মিনিট দূরত্বে থেকেও রূপকথার মতো ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় এক জয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা।
৩৩তম মিনিটে বারবার বোনান্সেয়া গোল করে এগিয়ে দেন ইতালিকে। সেই ব্যবধান তারা ধরে রাখে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের আরও পাঁচ মিনিট। কিন্তু এরপরই সর্বনাশ। বদলি নামা মিশেল আগেমাং ৯৬তম মিনিটে গোল করে সমতায় ফেরান ইংল্যান্ডকে।
এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের আগে বদলি নামা আরেক ফুটবলার ক্লোয়ি কেলির গোল নাটকীয় জয় এনে দেয় দলকে।
এই নিয়ে টানা তিনটি বড় আসরের ফাইনালে পৌঁছে গেল ইংলিশ মেয়েরা। ২০২২ ইউরোতে শিরোপা জিতেছিল তারা, পরের বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গিয়েছিল স্পেনের কাছে।
ইতালির সামনে ছিল ২৮ বছর পর ইউরোর ফাইনালে ওঠার হাতছানি। খুব কাছে গিয়েও হৃদয়ভাঙার যন্ত্রণায় পুড়তে হলো তাদেরকে।
কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে শেষ মিনিটের গোলে জিতেছিল ইতালি। সেমি-ফাইনালে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রথমার্ধে দাপুটে ফুটবল উপহার দেয় তারা। ইউভেন্তুসের ৩৪ বছর বয়সী তারকা বোনান্সেয়ার গোল এগিয়ে রাখে দলকে।
ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভালোভাবেই। তবে নিজেদের ব্যর্থতায় গোল আদায় করতে পারছিল না। সময় যখন একদমই ফুরিয়ে আসছিল, তখন ত্রাতা হয়ে আসেন ১৯ বছর বয়সী আগেমাং।
তার গোলের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ দিকে আবার গোলের সম্ভাবনা জাগান আগেমাং। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লেগে। এর পরই নাটকীয়তা। পেনাল্টি পায় ইংল্যান্ড। কেলির শট ফিরিয়ে দেন ইতালির গোলকিপার। কিন্তু দ্রুততায় ছুটে ফিরতি বল জালে পাঠান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইউরোর সফলতম দল আটবারের শিরোপাজয়ী জার্মানি ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.