অসহায় বৃদ্ধকে ঘর দিয়ে, মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলো দুই তরুণ!

লালমনিরহাট প্রতিনিধি: মোঃ মমতাজ আলী শান্ত ও মোঃ ইয়াছিন আলী। লালমনিরহাটের কালীঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামে কৃষক পরিবারে জন্ম তাদের। দু’জনে তারুণ্যের প্রতীক।যুব সমাজের অহংকার। সম্প্রতি সময়ে করোনাকালে সম্মুখ যোদ্ধা হিসেবেও কাজ করেছে। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যেমে উঠে আসে অসহায় এক বৃদ্ধ ভিক্ষুক গৌরদাসের করুণ কাহিনী। বিষয়টি সকলের নজরেও আসে! কিন্তু কেউ পাশে দাড়ায়নি গৌরদাসের। কিন্ত থেমে থাকে নাই মমতাজ ও ইয়াছিন।
অসহায় বৃদ্ধ গৌরদাসকে করে দেয় থাকার মত স্থায়ী একটি ঘর।’ সেখানে এখন  থাকছে ওই বৃদ্ধ। মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুই তরুণ উদ্যেক্তা। যা সমাজের সকল স্তরের মানুষের একটি শিক্ষনীয় বিষয়।
করোনা প্রাদুর্ভাবের শুরুতে সারাদেশেই সাধারণ মানুষের মাঝে ছিল নানা উৎকণ্ঠা আর সংশয়।কম ছিলোনা গ্রাম অঞ্চলের মানুষেরও! ছিল পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক নিয়মে দিন কাটানোর ভয়। এমন পরিস্থিতিতে এই দুর্যোগময় অবস্থায় কাকিনার মানুষের সহযোগিতায় এগিয়ে আসে এই দুই তরুণ উদ্যেক্তা। কাকিনার অসহায় দরিদ্রদের খাবার বিতরণ করে। জীবানু নাশক স্প্রে-করে। যা সমাজের বিত্তশালীদের শিক্ষনীয় বিষয়।’
গত কয়েকদিন আগে,লালমনিরহাটের কাকিনা চাঁপারতল এলাকার বৃদ্ধ ভিক্ষুক গৌরদাসের করুন কাহিনী দেখে আর থেমে থাকতে পারেনি মো.মমতাজ আলী শান্ত ও ইয়াছিন আলী।ওই বৃদ্ধ  ত্রিশ বছর ধরে ঝুঁপড়িতে বসবাস করতো। স্ত্রী-সন্তান কেউ নেই তার। সীমাহিন কষ্ট ছিল তার।বৃষ্টির দিনে ঝুঁপড়িতে থাকা দুষ্কর হয়ে যেত। তাই করে দেয় একটি থাকার মত উপযোগী একটি ঘর।
তরুণ উদ্যেক্তা মোঃ মমতাজ আলী শান্ত বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমি কাকিনাকে নিয়ে স্বপ্ন দেখি। মানব সেবাই বড় ইবাদত। গরীবের অর্তনাদ দেখে থেমে থাকতে পারিনা।আমি আরামে থাকবো আমার এলাকার মানুষ না খেয়ে থাকবে এটা হবে না। সকল অসহায় মানুষের পাশে দাড়াব ইনশাল্লাহ। সকলে আমাকে দোয়া ও সহযোগীতা করবেন। আমি যাতে আগামীতে এলাকার জন্য ভালো কিছু করতে পারি।এলাকার উন্নয়নে আমি কাজ করে যাবো।’
মেম্বার পদপ্রার্থী মোঃ ইয়াছিন আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমি এখন যেমন গরীব দুঃখী মানুষের পাশে আছি, আগামিতেও থাকবো। আপনারা আমার পাশে থাকবেন।’ আমি যেন নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি।এ রকম অনেক গৌরদাস আছে তারা আজ অবহেলিত। তাদের পাশে থেকে যেন কাজ করতে পারি এটাই আমার প্রত্যাশা। একজন মানবিক জন প্রতিনিধি হতে চাই।’
তাদের এই দৃশ্য দেখে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, মোঃ মমতাজ আলী শান্ত ও ইয়াছিন আলী গৌরদাসকে ঘর করে দিয়ে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। এ দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত। মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। প্রত্যেক অসহায় মানুষের খোঁজ যদি এভাবে সবাই নিত তাহলে সমাজে অসহায় মানুষে খুঁজে পাওয়া যেত না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। দুই তরুণ উদ্যেক্তার কাজ সকলের কাছে প্রসংশনীয়। আগামীতে তারা ভালো কিছু করবে এ প্রত্যাশা সংস্লিষ্ট মহলের।’
গৌরদাস বলেন,মেম্বার চেয়ারম্যান ভোটের সময় আসে, আর খোঁজ রাখে না। মমতাজ ও ইয়াছিন আমাকে থাকার মত ঘর দিল। আর ঝুপড়ি ঘরে থাকতে হবে না আমাকে। আর দুঃখ নেই। অনেক কষ্টে কাটাইছি ৩০টি বছর।কত লাঞ্চনা-বঞ্চনার স্বীকার হয়েছি।এক বেলা খাইছি -আর এক বেলা নাই।কত মানুষের দারে দারে ঘুরছি কেউ কোন সহযোগীতা করে নাই। আমাকে তারা ঘর দিল। আমি জীবনভর দোয়া করবো তাদের জন্য।তারা যেন আমার মত অসহায় মানুষের সেবা করতে পারে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.