অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ‘ভিলেজ কেয়ার’

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক অসহায়রে ধান কেটে দিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ভিলেজ কেয়ার। আজ বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের ১২ জন সদস্য মিলে উপজেলার আলামপুর ইউনিয়নের শিব্বাটি মৌজার ১০ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। ওই অসহায় কৃষক হলেন আশাদুল ইসলাম (১৮)।

জানাগেছে, আশাদুল ইসলামের বাবা অনেক আগেই মারা গেছে। মা ভারসাম্যহীন। যে সময়ে আশাদুলের পড়ালেখা করার কথা। কিন্তু সেই বয়সে তাকে সংসারের হাল ধরতে হয়েছে। অভাবের সংসারে ভারসাম্যহীন মাকে নিয়ে প্রতিটিদিন মানবেতর অবস্থায় পার করতে হয়। এমন এক অসহায় পরিবারের জীবনযাপন দেখে তার জমির ফসল কেটে ঘরে তুলে দিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিলেজ কেয়ার।

সংগঠনের প্রতিষ্ঠাতা মুরাদ মুবারক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আজ আমরা সংগঠনের পক্ষ থেকে এক অসহায়ের আধা বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। চলতি মৌসুমে আরো এমন ধান কেটে সংগঠন অসহায়দের পাশে থেকে সহায়তা করবো।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুরাদুজ্জামান মুরাদ, আনিছুর রহমান, আবু সাঈদ, ফজলে রাব্বি, ফরহাদ হোসেন, মাসুদ রানা, আল আমিন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.