অসহায়দের সকল সহযোগিতা দিতে আমরা প্রস্তুত – ডিসি শামীম আহম্মেদ


নাটোর প্রতিনিধি: করোনা দুর্যোগ মোকাবিলা এবং করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ শুক্রবার (০২ জুলাই) সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, সিংড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলছে। তবে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের পাশে রয়েছে। করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.