অসহায় দুঃস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি: কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ।
এই ফাউন্ডেশনটি সারা বাংলাদেশে বিভিন্ন সময় অসহায় মানুষ ও এতিম বাচ্চাদের পাশে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে।
অসহায় দুঃস্থ ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম জেলা জজ (অবসরপ্রাপ্ত) উপদেষ্টা এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ।
বস্ত্র বিতান অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম উপদেষ্টা এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ। বাস্তববিতান অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন মোঃ মোক্তার হোসেন সামির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ।
বস্ত্র বিতান অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন রাব্বানী সুলতান, যুগ্ম মহাসচিব এস ই ডি এ ফাউন্ডেশন বাংলাদেশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.