বিটিসি স্পোর্টস ডেস্ক: বেশিরভাগ সময় কোস্টা রিকা অর্ধে থাকলেন ২১ জন খেলোয়াড়। আক্রমণের বন্যায় তাদের ভাসিয়ে দিতে চাইল ব্রাজিল। কিন্তু সর্বশক্তি দিয়ে রক্ষণ সমালানো কোস্টা রিকার প্রতিরোধ কোনোভাবেই ভাঙতে পারল না তারা।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অসংখ্য সুযোগ হারিয়ে গোল শূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে ব্রাজিল।
এই প্রথম ব্রাজিল ও কোস্টা রিকার কোনো ম্যাচ ড্র হলো। আগের ১১ লড়াইয়ের ১০টিতেই জিতেছিল ব্রাজিল, একটিতে কোস্টা রিকা।
ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯ শট নেয় দরিভাল জুনিয়রের দল, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পোস্টের নিচে ব্যস্ত দিন কাটানো পাত্রিক সেকেইরা। বিপরীতে একরকম ‘বেকার’ ছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। কোস্টা রিকার দুটি শটের একটিও ছিল না লক্ষ্যে।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। ডান দিক থেকে দানিলোর লম্বা পাস পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনিয়া। তবে দুরূহ কোণ থেকে গোলের চেষ্টায় সফল হননি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড। পোস্ট ঘেঁষে দাঁড়ানো কোস্টা রিকা গোলরক্ষক পাত্রিক সেকেইরা কর্নারের বিনিময়ে রক্ষা করেন হাঁটু দিয়ে।
পাঁচ মিনিট পর একটুর জন্য জালের দেখা পাননি রদ্রিগো। ডি বক্সের বাইরে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে ভেতরে ঢুকে যান রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জায়গা খুব বেশি না থাকলেও দারুণ দক্ষতায় সবাইকে এড়িয়ে নেন আড়াআড়ি শট। সেটি একটুর জন্য থাকেনি লক্ষ্যে।
ষোড়শ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অনেক উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন পাকেতা। ছয় মিনিট পর বক্সের ভেতর থেকে আবার বাইরে মারেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড মিডফিল্ডার।
২৫তম মিনিটে রদ্রিগোরে দুর্দান্ত পাসে ফের সুযোগ পান পাকেতা। এবার শট নেন অনেকটা গোলরক্ষক বরাবর। হাত ওপরের দিকে তুলে ঠেকিয়ে দেন সেকেইরা। পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে!
একের পর এক আক্রমণে কোস্টা রিকাকে প্রবল চাপে রাখা ব্রাজিল ২৯তম মিনিটে বল পাঠায় জালে। কিন্তু ভিএআর রেফারির সঙ্গে তিন মিনিটের বেশি সময় কথা বলে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৪২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের চমৎকার ক্রসে ডি বক্সের মাথা থেকে আরেকটি লক্ষ্যভ্রষ্ট শটে ব্রাজিলের হতাশা বাড়ান পাকেতা। এর একটু আগে ডি বক্সে হ্যান্ডবলের জন্য ব্রাজিলের একটি জোরাল আবেদনে সাড়া দেননি রেফারি।
যোগ করা সময়ে রদ্রিগোর আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে নয়টি শট নেয় ব্রাজিল, কেবল এর দুটি ছিল লক্ষ্যে। বেশিরভাগ সময় নিজেদের অর্ধে গুটিয়ে থাকা কোস্টা রিকা বিরতির আগে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৬০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও আসে। রাফিনিয়ার নিচু ক্রসে ভিনিসিউসের ফ্লিকে পেনাল্টি স্পটের কাছে বল পান রদ্রিগো। তার দ্রুত নেওয়া শটে হাক্সেল কিরোসের দারুণ ব্লকে বাড়ে ব্রাজিলের অপেক্ষা।
তিন মিনিট পর পাকেতার তীব্র গতির শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। আরও একবার গোলের দুয়ার থেকে ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৭০তম মিনিটে নিষ্প্রভ জোয়াও গোমেস ও ভিনিসিউসের জায়গায় মাঠে আসেন সাভিনিয়ো ও এন্দ্রিক।
Comments are closed, but trackbacks and pingbacks are open.