‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’র জন্য অ্যাওয়ার্ড পেল আল-জাজিরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পটভূমিতে নির্মিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রের জন্য ইনভেস্টিগেশন ক্যাটাগরিতে ৮ম বার্ষিক অ্যামনেস্টি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গতকাল বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই ইউনিট) ও আল-জাজিরা ডটকম নিউজ ডেস্ক ‘সেরা মানবাধিকার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে শীর্ষ পুরস্কার পেয়েছে।
তথ্যচিত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। ভিডিওটিতে দাবি করা হয়, আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও বাংলাদেশ গোপনে ইসরায়েলের কাছ থেকে স্পাইওয়্যার কিনেছে। তবে বাংলাদেশ সরকার দাবি করেছে, মোবাইল ফোন নেটওয়ার্কে আড়ি পাততে সক্ষম এই সফটওয়্যার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য আনা হয়েছিল।
আল-জাজিরার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পরিচালক ফিল রিজ বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সবার সামনে উন্মোচন করা আই ইউনিটের মৌলিক নীতির অংশ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে ইনভেস্টিগেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া বড় সম্মানের।’
এ ছাড়াও, ‘অ্যা তাইগ্রেয়ান উম্ব শুড নেভার গিভ বার্থ: রেপ ইন তাইগ্রে’ প্রতিবেদনের জন্য আল-জাজিরার ডিজিটাল ওয়েবসাইট রিটেন নিউজ ক্যাটাগরিতে শীর্ষ পুরস্কার পেয়েছে।
এই প্রতিবেদনে সাংবাদিক লুসি কাসসা ইথিওপিয়ার পশ্চিমে তাইগ্রে অঞ্চল থেকে বাস্তুচ্যুত মানুষের ওপর নির্যাতন, লুটপাট, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সাক্ষাৎকারদাতাদের দাবি, দেশটির আমহারা বাহিনী এসব অপরাধ করেছে।
গত ৪ মে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়।
অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ী ও চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাওয়া গণমাধ্যমের মধ্যে আছে দ্য গার্ডিয়ান, দ্য সানডে টাইমস, অডিবল ইউকে, বিবিসি নিউজ, বিবিসি স্টোরিভিল, বিবিসি অ্যারাবিক, আইটিভি, স্কাই নিউজ, বিবিসি নিউজ রাশিয়া ও বিবিসি ডিজিটাল নিউজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.