অল্প বয়সে কিডনির সমস্যা? কি বলছেন বিশেষজ্ঞরা

বিটিসি নিউজ ডেস্ক: অল্প বয়সে কিডনির সমস্যা দিনদিন বেড়েই চলেছে। মুম্বইয়ের সাইফি হাসপাতালের চিকিৎসক অরুণ পি জোশী জানিয়েছেন, মৃত্যুর ৫টি বড়ো কারণের মধ্যে অন্যতম হল কিডনি ফেলিওর। ২৫ থেকে ৩০ বছর বয়সি জনসংখ্যার মধ্যে বেড়েছে ডায়ালিসিস করানো রোগীর সংখ্যা। গত পাঁচ বছরে এই সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

এর অন্যতম কারণ হাইপারটেনশন। এছাড়া স্থূলতা ও মধুমেহও কিডনির রোগের অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে।

নুন খাওয়া কমালে কম বয়সে কিডনির সমস্যায় ভুগতে হবে না বিশেষজ্ঞদের মতে। অত্যধিক চিজ, মাখন, চিনি ও নুন খেলে শরীর ক্ষতিগ্রস্ত হয়, তাই সবার আগে এগুলি কম খাওয়া প্রয়োজন।

নুন বেশি খেলে হাইপারটেনশন হতে পারে। কিন্তু রক্তচাপ যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবে কিডনি ফেলিওরের সম্ভাবনা অনেকটা কমে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.