অলিম্পিক দিবসে নাটোরে জেলা ক্রীড়া সংস্থার আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: আজ রোববার বিশ্বব্যাপী পালিত হচ্ছে অলিম্পিক ডে-রান। যথারীতি নাটোরেও বিশেষ এই দিবসটি পালন করছে জেলা ক্রীড়া সংস্থা, নাটোর। আধুনিক অলিম্পিক আন্দোলনের জন্মলগ্ন উদযাপন ও অলিম্পিক বাদের শান্তি ও সৌহার্দ্যের বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেয়ার লক্ষ্যে নাটোর জেলা ক্রীড়া সংস্থা এক বর্ণাঢ্য র‌্যালী অলিম্পিক ডে-রান’ আয়োজন করে।

আজ রবিবার বিকাল ৪টায় এই আনন্দ র‌্যালীটি নাটোরের শংকর গোবিন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়ে মাদ্রাসা মোড় ঘুরে পূণরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। নাটোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শাহরিয়াজ সহ র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন নাটোরের ক্রীড়ামোদী রাজনীতিবীদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন বয়সের ক্রীড়াবীদ, প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.